স্টাফ রিপোর্টার ::
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মে মাসের ২৫ তারিখ বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মল্লিকপুর গ্রামের রোকন মিয়া উপজেলা রিটার্নিং অফিসারের কাছে এই অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এজন্য তিনি সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন। সরকারি গাড়ি ব্যবহার করছেন। সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পরও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ইউনিয়নে আ.লীগের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। এর আগে গত পৌরসভা নির্বাচনে ব্যারিস্টার ইমনের বিরুদ্ধে সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে আ.লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উঠেছিল। তখন এক মেয়র প্রার্থী তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন।
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন সর্বশেষ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আ.লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। জাপাকে আসনটি ছেড়ে দিলে পরে আর তিনি নির্বাচন করেন নি।