স্টাফ রিপোর্টার ::
আজ বুধবার থেকে তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চারটি শ্রমিক সংগঠন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন।
ধর্মঘটের ডাক দেয়া শ্রমিক সংগঠনগুলো হল- সুনামগঞ্জ জেলা লেগুনা ড্রাইভার শ্রমিক ইউনিয়ন, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, জেলা অটো রিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন ও সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, জেলার ছাতক পৌরসভা কর্তৃক পরিবহন চলাচলে পৌরকর আরোপ, সুনামগঞ্জের সুরমা নদীর উপর নির্মিত আব্দুজ জহুর সেতু ও সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের ছয়হারা সেতুতে টোল আদায় বন্ধ এবং ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত পরিবহন শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। আমাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত ধর্মঘটের চলবে।