জগন্নাথপুর প্রতিনিধি ::
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসায় অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলির আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিটি তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করে। ইতিপূর্বে তিনি উপজেলা পর্যায়ে জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।
উল্লেখ্য, তিনি ২০০৪ সালে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। তিনি জগন্নাথপুর পৌরসভাস্থ হবিবপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম দ্বীনুল ইসলাম (আলিফ মিয়া) ও হেনা ইসলামের চতুর্থ ছেলে। তিনি সকলের দোয়া প্রার্থী।