দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বিদ্যুৎ¯পৃষ্টে শওকত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন দুপুরে শওকত আলী নিজ বাড়ির পাশে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন বাঁশের খুঁটি দিয়ে মেরামত করতে যান। এ সময় বিদ্যুতের তার শওকত আলী’র ওপর ছিঁড়ে পড়ে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।