ধর্মপাশা প্রতিনিধি ::
ইউপি নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুম ও শ্রেণিকক্ষে গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাউজুল কবীর খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম। আগামী ৪ জুন এ উপজেলার ১০টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।