তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী প্রার্থীদের নিয়ে উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ এ দুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
উত্তর বড়দল ইউনিয়ন নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমীন। এ সময় তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের কাছে মাথা নত না করে সকল ভয়ভীতির ঊর্ধ্বে থেকে উন্নয়ন ও উৎপাদনের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুবলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপ রায়, চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, মাস্টার শবদর আলী, আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য ফজলুল হক, আব্দুল বাকের, ইউনিয়ন যুবলীগ সভাপতি দুলাল আহমেদ প্রমুখ।
অপরদিকে, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন নির্বাচনী সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন, উপজেলা আ.লীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, ঢাকা ধানমন্ডি যুবলীগ আহ্বায়ক হুসাইন আহমদ, চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ সরকার প্রমুখ।