স্টাফ রিপোর্টার ::
শাল্লায় গাঁজাসহ বেলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বাহারা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলী আজমের স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এসআই হুমায়ূন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ সুলতানপুর গ্রামে বেলি আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, আসামিকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হবে। শাল্লাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।