বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
আসন্ন রমজান মাস উপলক্ষে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্যাপ ফাউন্ডেশন বিশ্বম্ভরপুর উপজেলার দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সামনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অসহায় দুঃস্থ প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, আলুসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে ফউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুস শহিদ মুহিত বলেন, পবিত্র রমজানে দুঃস্থ ও অসহায় পরিবারের কষ্ট লাঘবের জন্য এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইংল্যান্ড প্রবাসী ফয়ছল উদ্দিন, আব্দুন নূর হোসেন, সিলেট প্রতিনিধি দেলোয়ার হোসেন, ফয়ছল আহমদ, শামীম তালুকদার, আবু মোছা, তামিম হোসেন, কবির উদ্দিন, নিজাম উদ্দিন, স্থানীয় স্বেচ্ছাসেবক সাদেক আহমদ, শেখ যুবায়ের, একরাম হোসেন প্রমুখ।