স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে উন্নত বাস চালু ও যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের আলফাত স্কয়ারে ‘সচেতন যুব সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ সহ আরো অনেকে। বক্তারা দীর্ঘ বছরের পুরনো বাস সার্ভিসের বদলে সিলেট- সুনামগঞ্জ সড়কে নতুন ও উন্নত বাস চালুর দাবি জানান। তারা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কয়েকটি বিআরটিসি বাস চালু করারও দাবি তুলে ধরেন। পাশাপাশি হেলপার দিয়ে গাড়ি না চালানো, ওয়াশব্লকের উন্নয়ন, স্টপেজ নির্ধারণসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
এ সময় মাছুম হেলাল, মাহমুদুর রহমান তারেক, নরেন ভট্রাচার্য, আবু তাহলা, রুমেন চৌধুরী, নাজমুল হক কিরণ, পাভেল আহমদ, সানি বখত, সাদিকুর রহমান, অভিজিৎ ভট্রাচার্য, মহিবুর রহমান মুহিব, নাজমুল, সারোয়ার, মানিক, ফাহাদ জামান, এমডি হারুন, তোফায়েল আহমদ, রিপন, রাহুল, আহমেদ ফরহাদসহ মানববন্ধনে জেলা শহরের যুব সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করে যুব সমাজের নেতৃবৃন্দরা। তারা স্মারকলিপিতে সিলেট- সুনামগঞ্জ সড়কে পুরাতন লক্কর-ঝক্কর বাস চলাচল। ‘বিরতিহীন’ বাসসার্ভিসের নামে পথে পথে যাত্রী উঠানো-নামানো নিয়ে হয়রানিসহ উল্লেখ করেন “এরকম বাস সার্ভিস সুনামগঞ্জ ছাড়া আর কোন এলাকায়ই চলে না। সারাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতি হলেও সুনামগঞ্জ-সিলেট সড়কে নতুন বাস নামানোর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। এই রুটে চলাচলকারী বাসের ড্রাইভার ও হেলপাররাও বেপরোয়া। তাঁদের দৌরাত্ম্যে যাত্রী সাধারণ অতিষ্ঠ।” তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে কয়েকটি নতুন বিআরটিসি বাস চালুসহ যাত্রীসেবার মান উন্নত করার দাবি জানান।