ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের আ.লীগ প্রার্থী রেজাউল করিম শামীমের সমর্থনে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল গণসংযোগ করেছেন। গতকাল রোববার দুপুরে সাচনা বাজারের প্রতিটি দোকানে লিফলেট বিতরণ শেষে সিএনবি রোডে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল হক, আসাদুজ্জামান সেন্টু, সাবেক পৌর মেয়র ফজলুর রহমান, সদস্য আবুল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিল আহমেদ জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সাবেক সভাপতি আবু আলা রনি, স্বেচ্ছাসেবকলীগ সাবেক সভাপতি আবু তাহের তালুকদার, যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, ইকবাল আল আজাদ, দিলোয়ার হোসেন, সুস্তির তালুকদার, নুরুল আমিন, তফাজ্জল হোসেন, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা উমায়ের পাশা, হৃদয় গণি, এমরান, উজ্জ্বল, আরিফ আলম লিমন, জ্যোতিষ দেবনাথ প্রমুখ।