ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের রাধানগর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মকবুল হোসেন আফিন্দীর ঘোড়া প্রতিকের মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়। মিছিল পরবর্তী পথ সভায় সভাপতিত্ব করেন মো. শামসুল হক। মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ায়ম্যান প্রার্থী মো. মকবুল হোসেন আফিন্দীর, মো. সুজাত মিয়া, গোলাম হোসেন, বিল্লাল হোসেন, নুরুল আমিন, শামসুল নুর, আলাল, আজির উদ্দিন প্রমুখ। অপরদিকে রাঙ্গামাটি গ্রামে সভাপতিত্ব করেন কবির হোসেন তালুকদার, সঞ্চালনায় মো. মারুফ। পরে নুরপুর গ্রামে পথ সভায় সভাপতিত্ব করেন পুরকাইস মিয়া। সঞ্চালনায় কয়েছ মিয়া। বক্তারা বলেন, সাচনা বাজার ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তোলার জন্য ঘোড়া প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন।