স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। গতকাল সোমবার সকালে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ৫ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মনসুর উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার ও প্রসিকিউশন কর্মকর্তা মো. ওমর ফরুক, জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য আরডিএসএ-এর নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।