মাহমুদুর রহমান তারেক ::
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক হিসেবে সিলেটের এসএম জাকির হোসাইন নির্বাচিত হওয়ার পর থেকে ছাত্রলীগের প্রতিটি ইউনিটেই ‘সুনামগঞ্জী’দের জয়জয়কার দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সুনামগঞ্জ জেলার দুই নেতা স্থান পান।
এর দুই দিন আগে বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের প্রসেনজিৎ চৌধুরী মিকু। প্রসেনজিৎ সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রসেনজিৎ চৌধুরী মিকু পূর্বে অস্ট্রেলিয়া ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি ঘোষণা করা হয় বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম প্রভাবশালী ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন সুনামগঞ্জের ২ নেতা। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শাল্লা উপজেলার মিহির দাস। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ছাতক উপজেলার মাহবুব হাসান বকুল।
এর আগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটিতেও সুনামগঞ্জের বেশ কয়েকজন নেতা স্থান পান। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া নেতারা হচ্ছেন উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম ফয়সল। তিনি দিরাইয়ের সন্তান। এছাড়া শহরের বাঁধনপাড়ার উত্তম কুমার সরকার উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন। সদস্য হিসেবে স্থান পান দোয়ারাবাজার উপজেলার এমদাদুল হক জাহেদ, জগন্নাথপুর উপজেলার শাহিনূর আহমদ শাহীন, সুনামগঞ্জ শহরের নতুনপাড়ার হৃত্বিক দেব। এর আগে সুনামগঞ্জের এতো নেতা বিভিন্ন ইউনিটের কমিটিতে স্থান পাননি।
এছাড়া যুক্তরাজ্য ছাত্রলীগে ছরফ রাজ জুবের, ড্যানিয়েল আহমদ, ফখরুল কামাল জুয়েল, যুক্তরাষ্ট্র ছাত্রলীগে বেশ কয়েকজন স্থান পেয়েছেন।