সুনামকণ্ঠ ডেস্ক ::
রেলমন্ত্রী মুজিবুল হক কন্যা সন্তানের বাবা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে শনিবার বেলা দুইটার দিকে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তান প্রসব করেন। মন্ত্রীর স্ত্রী ও সন্তান উভয়ে ভাল আছেন।
২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার ত্রিশ বছর মেয়ে বয়সী হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহবন্ধনে যুক্ত হন প্রায় ৬৮ বছর বয়সী মুজিবুল হক। বিবাহের ১৯ মাসের মাথায় তাদের ঘরে নতুন অতিথি এলো।
শনিবার বিকেলে গণমাধ্যমকে বাবা হওয়ার সংবাদটির সত্যতা নিশ্চিত করেছেন মন্ত্রী নিজেই।
অনুভূতি জানতে চাইলে মুজিবুল হক বলেন, আমি অত্যন্ত আনন্দিত। বেলা দুইটার দিকে সন্তান জন্ম হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন।
কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক এ পর্যন্ত তিনবার (১৯৯৬, ২০০৮, ২০১৪) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি রেল মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন অবিবাহিত থাকার পর ২০১৪ সালে ধূমধামের সঙ্গে বিয়ে করেন মুজিবুল হক। ওই সময় দেওয়া প্রতিক্রিয়ায় রেলমন্ত্রী জানিয়েছিলেন, রিক্তার সঙ্গে তিন বছরের প্রণয় স¤পর্ক ছিল তার।