স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর-জামালগঞ্জ সড়কের শান্তিপুর নামক স্থানে লেগুনা চাপায় শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রীবাহী লেগুনাটি সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ যাওয়ার পথে কাঠইর-জামালগঞ্জ সড়কের শান্তিপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে থাকা শিশু শুভ (১০)-কে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু শুভকে মৃত বলে ঘোষণা করেন। সে শান্তিপুর গ্রামের আলী আক্করের পুত্র।
স্থানীয় লোকজন চালক কাঁচা মিয়া ও নাম্বারবিহীন লেগুনাকে আটক করেন। লেগুনাটি স্থানীয়দের জিম্মায় রেখে চালককে ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।