দিরাই প্রতিনিধি ::
সদ্য সমাপ্ত দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করে ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন স্বতন্ত্র প্রার্থী নওশেরান চৌধুরীর সমর্থকরা।
গতকাল রোববার দুপুরে ইউনিয়নের গচিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ সমাবেশ মিলিত হয়। বিশিষ্ট মুরুব্বি সফর আলী সভাপতিত্বে ও যুবনেতা ফুয়াদ হাসানের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস সরকার, আনজির পাশা, নোয়াব আলী, সাজন মিয়া প্রমুখ।