ধর্মপাশা প্রতিনিধি ::
আসন্ন ৪জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় রায় চৌধুরীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে জয়শ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার।
এতে নৌকা প্রতীকে ভোট চেয়ে ও নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আলী আমজাদ, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আবদুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোহনগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম চন্দ্র সরকার, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন রোকন, মহিউদ্দিন আহমেদ কনিক প্রমুখ।