ছাতক প্রতিনিধি ::
ছাতকে একই রাতে বিদ্যালয়সহ একাধিক স্থানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাতে শহরের কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভাজনামহল এলাকার আমির আলীর বাড়িতে, ছাতক সদর ইউনিয়নের মদুকোনি পয়েন্টে নজরুল ইসলামের দোকানে চুরির ঘটনা ঘটে।
শনিবার রাতে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার গ্রিলের তালা ভেঙে চোরেরা পঞ্চম শ্রেণির কক্ষ থেকে দুটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এছাড়া চুরি করে নিয়ে যায় বিদ্যালয়ের দেড় শ’ ফুট বৈদ্যুতিক তার। একইভাবে শুক্রবার রাতেও বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। ওই রাতে চোরেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলীর কক্ষের দুটি তালা ভেঙে সাউন্ড বক্স চুরি করে নিয়ে যায়। এসময় চোরেরা আলমিরা ও টেবিলের ড্রয়ারে রক্ষিত মূল্যবান ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে। এর আগে গত ৬ এপ্রিল বিদ্যালয়ের বারান্দার বাতি ভেঙে প্রায় দেড় শ’ ফুট বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান ছাতক থানায় একটি জিডি এন্ট্রি করেছেন।