বিদ্যুৎ শ্রমিক সমাজকল্যাণ সমিতি, সুনামগঞ্জ-এর উদ্যোগে সমিতির প্রয়াত সদস্য হদিস মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যুৎ শ্রমিক সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি মো. রেজা মিয়া, সাধারণ সম্পাদক কায়ছার আহমদ শিপার, সদস্য আমান মিয়া, আ. শহিদ তালুকদার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যুৎ শ্রমিক সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির সদস্য মৃত হদিস মিয়ার স্ত্রী মোছা. রিনা বেগমের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন সমিতির সভাপতি প্রদীপ রায়।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ বিদ্যুৎ শ্রমিক সমাজকল্যাণ সমিতির সদস্য ও আফতাবনগর ইউনিয়নের হাসনবাহার গ্রামের বাসিন্দা হদিস মিয়া (২৭) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি