ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিম মাহমুদ ও একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান একে অপরের বিরুদ্ধে গতকাল শুক্রবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি অভিযোগ জানিয়েছেন।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান অভিযোগ বলেন, নির্বাচনী প্রচারণা চালাতে আমার কর্মী-সমর্থকদের নিয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইউনিয়নের ঢুলপুশি গ্রামে যাই। সেখান থেকে ফিরতে দেরি হচ্ছে দেখে আমার আপন চাচাতো ভাই দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ফুল রহমান (৪৫) স্থানীয় সাতুর নতুন বাজারে আমার জন্য অপেক্ষা করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিম মাহমুদ ও তাঁর লোকজন আমার ভাইকে সেখানে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ওরা আমাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তাই আমাকে খোঁজে না পেয়ে আমার নিরীহ ভাইটির ওপর হামলা করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সে শঙ্কামুক্ত হয়নি। এই ঘটনা ধামাচাপা দিতে মিথ্যা নাটক সাজিয়ে আমি ও আমার লোকজনদের বিপদে ফেলতে নানাধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিম মাহমুদ অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণার উদ্দেশ্যে আমার কর্মী-সমর্থকেরা ওই ইউনিয়নের সাতুর নতুন বাজার সড়কের পশ্চিম পার্শ্বে গত রোববার সকালে নৌকার আদলে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা তৈরি করে দুটি বাঁশের খুঁটির সঙ্গে বেধে তা ঝুলিয়ে দেন। গত বৃহস্পতিবার গভীর রাতে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের নির্দেশে তার লোকজন এই নৌকাটি আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনাটি আড়াল করতে মিথ্যা ঘটনা সাজিয়ে আমি ও আমার লোকজনকে জড়িয়ে থানায় মিথ্যা মামলা দেওয়ার জন্য তিনি অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনাটি আমি শুক্রবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও মধ্যনগর থানার ওসিকেও জানিয়েছি।
বংশীকুন্ডা দক্ষিণ ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রিটার্নিং কর্মকতার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীই পৃথক পৃথক ঘটনা নিয়ে মুঠোফোনে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি করা নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই নূরে আলম ভূঁইয়া বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সহ ১০জনকে আসামি করে শুক্রবার বিকেলে থানায় একটি মামলা করেছেন। অপরদিকে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের চাচাতো ভাইয়ের ওপর হামলার ঘটনা সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো আমি পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।