পূর্ব বীরগাঁও ইউনিয়নে কৃতী শিক্ষাথীদের সংবর্ধনা দিয়েছে পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরাম। গত বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়, বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসি-দাখিল ও ২০১৫সালের পিএসসি পরিক্ষায় উত্তীর্ণ ১৫০জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয় সংগঠনটি।
বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়ফুজ্জামান।
পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরাম সহ-সভাপতি সুন্নত আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার জুবায়ের আল মাহমুদ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নূর জালাল করিম, সাংবাদিক বুরহান উদ্দিন, আমিননুল ইসলাম, মিনহাজ আহমদ, জহিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা আজমল আহমদ, শাখাওয়াত হোসেন সুমন, রুমেল আহমদ, একুব শাহরিয়ার, পূর্ব বীরগাঁও স্টুডেন্ট ফোরাম‘র সভাপতি জাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহীদনূর আহমদ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি