1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:২৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০১৬

ছাতক প্রতিনিধি ::
ছাতকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সুনামগঞ্জ সদর শাখার ব্যবস্থাপক মো. শাহজালালের পরিচালনায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনাসার-ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সামছ-উল-ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সকল অর্থলগ্নি প্রতিষ্ঠানের চেয়ে অপেক্ষাকৃত কম সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। এ ব্যাংক সর্বনি¤œ শতকরা ৫ ভাগ সুদে ঋণ প্রদান করে থাকে। গ্রাহক সেবা প্রদানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের দাবির প্রেক্ষিতে তিনি ছাতক উপজেলা পরিষদ চত্বর এলাকায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দৃষ্টিনন্দন ভবন নির্মাণেরও আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, আনসার-ভিডিপি’র সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট আশিষ কুমার ভট্টাচার্য্য, ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবস্থাপক শাহাব উদ্দিন, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুর রউফ, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মালেক।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ছাতক শাখার ব্যবস্থাপক আবু বকর সিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মাহফুজ মিয়া, ছাতক শাখার সিনিয়র অফিসার অসিম চক্রবর্ত্তী, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার সায়েম আহমদ, দলনেতা ফারুক আহমদ, এমদাদ হোসেন প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী হাবিবুর রহমান।
সভা শেষে অঙ্গিভূত আনসার জালাল উদ্দিন, আব্দুল মনাফ, ফরিদ উদ্দিন, মনোয়ারা বেগম ও মিনা বেগমের হাতে ৩ লক্ষ টাকার ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন প্রধান অতিথি সামছ-উল-ইসলাম।
সভায় আনসার ভিডিপি ব্যাংক সিলেট বিভাগের বিভিন্ন শাখার ব্যবস্থাপকগণ ও উপজেলা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com