স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মফিজুল ইসলাম (৩২) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চুয়ান্নহাজার গ্রামের আনফর আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাছননগরের মামুনুর রহমানের নির্মাণাধীন ভবনে ঠিকাদারের কাজ করছেন নিহতের বড় ভাই। নিহত মফিজুল বড় ভাইয়ের হয়ে নির্মাণকাজ তত্ত্বাবধান করছিলেন। বুধবার বিকেলে কাজ করার সময় তিনি ভবন থেকে ছিটকে নিচে পড়ে গেলে বুকে রডবিদ্ধ হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
সদর থানার এসআই রিপন বলেন, প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করেছে।