সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম জনাব মনোয়ার বখ্ত নেক সাহেবের স্মৃতিচারণে শীঘ্রই একটি স্মারকগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা যাঁরা মনোয়ার বখ্ত নেক সাহেবের ঘনিষ্ঠ, শুভানুধ্যায়ী, কাছের মানুষ, অতিপ্রিয়জন ছিলেন; যাঁরা তাঁর মহৎকর্মের বিভিন্ন দিক সম্পর্কে অবগত আছেন বা যাঁরা তাঁর সংশ্লিষ্ট জনকল্যাণমূলক, উন্নয়নমূলক রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডের সাক্ষী; ইচ্ছা থাকা সত্ত্বেও যা আদৌ জনসম্মুখে উত্থাপিত করার সুযোগ হয়নি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে, মনোয়ার বখ্ত নেক-এর জীবন ও কর্ম নিয়ে আপনাদের লেখা পাঠিয়ে দিন। আমরা তা প্রকাশ করার সর্বাত্মক চেষ্টা করবো।
অনুরোধক্রমে
আসওয়াদ বখ্ত তালহা
লেখা পাঠানোর ঠিকানা :
মোহন লাল সুইটস এন্ড ফুড প্রডাক্ট
মোবাইল : ০১৬৭১৯৮৭৬২২