সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে সেলাই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি, সুনামগঞ্জের উপ-পরিচালক মো. সামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের, ডেপুটি কো-অর্ডিনেটর মো. শওকত উসমান শামীম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আমীর আলী।
সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, সুনামগঞ্জের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব সংগঠক মো. মিজানুল হক সরকার, প্রশিক্ষক শিপু রানী দাস, নিপা প্রমুখ।
বিউটিফিকেশন প্রশিক্ষণে ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি