সুনামকণ্ঠ ডেস্ক ::
ছাতকে নিখোঁজের ৩ দিন পর আ.লীগ নেতা নুরুল ইসলাম মনির (৪৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তাঁর লাশ ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মনির গ্রামের মৃত হানিফ উল্লার পুত্র, সন্ধানী লাইফ ইন্সুরেন্স গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ ও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি।
জানা যায়, সোমবার বিকেলে গোবিন্দগঞ্জবাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন মনির উদ্দিন। কিছুক্ষণ পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান পরিবারের লোকজন। সোমবার রাতে মনির উদ্দিন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান মিলেনি।
মঙ্গলবার ফেসবুকে জনৈক ব্যক্তির স্ট্যাটাসে মনির উদ্দিনের ছবি দেখে পরিবারে লোকজন তাঁকে শনাক্ত করেন। সোমবার রাতে মোগলাবাজার রেলওয়ে স্টেশন থেকে কিছু দূরে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে বলে স্ট্যাটাসে ছবি প্রচার করা হয়। স্ট্যাটাস অনুযায়ী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। সেখান থেকে কে বা কারা মনিরের লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে রেখে চলে যায়।
মনির উদ্দেনের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে মনির উদ্দিনের লাশ সনাক্ত করেন।