ধর্মপাশা প্রতিনিধি ::
ইউপি নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসুর রহমানের পক্ষে নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট চাইতে ও নির্বাচনী প্রচারণা চালাতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের নওধার গ্রামে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নওধার বঙ্গমাতা সমিতি এ উঠোন বৈঠকের আয়োজন করে। নওধার বঙ্গমাতা সমিতির সভাপতি নাজমা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসুর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমীন আক্তার, উপজেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। আগামী ৪জুন এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।