তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ১৬ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৬ জন প্রার্থীর কাছ থেকে ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এদের মধ্যে রয়েছেন ৪ জন চেয়ারম্যান প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন- আলী আহমদ মুরাদ (ধানের শীষ), বিশ্বজিৎ সরকার (নৌকা), মহসিন রেজা মানিক (আনারস), মোফাজ্জল হোসেন (চশমা)। তাছাড়া ১২ জন ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য সদস্যাদেরকে ৩ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।