জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতকে আলীম উদ্দিন (২০) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। আলীম উদ্দিন রাউলি গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আলীম একই গ্রামের লাল মিয়ার মোরগের খামারে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকাল ১১টায় আলীম নিজ বাড়ি থেকে খামারের উদ্দেশ্যে বেরিয়ে যান। রাতে আলীম বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার খামারঘরের নিচে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জাউয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই সফিকুল ইসলাম জানান, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর ব্যাপারে জানা যাবে।