দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘অবৈধ সরকার হঠাও আন্দোলন’কে শক্তিশালী করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও অবৈধ সরকার হঠাও আন্দোলনকে বেগবান করতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এ দেশের মানুষ এই সরকারের হাত থেকে মুক্তি চায়, দেশের মানুষকে মুক্ত করতে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষে ভোট দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে এদেশের মানুষ মুক্তি চায়।’
গতকাল বৃহ¯পতিবার বিকেলে কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমানের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক আব্দুর রশীদ চৌধুরী, পৌর বিএনপি’র সাধারণ স¤পাদক আনোয়ার হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক গুলজার চৌধুরী, উপজেলা যুবদলের প্রচার স¤পাদক সুমন মিয়া প্রমুখ।