স্টাফ রিপোর্টার ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারের এক ব্যবসায়ী দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মো. মোশাহিদ আলম (৪৮) বাজারের তানভীর ফ্যাশনের স্বত্ত্বাধিকারী।
এ ব্যাপারে মোশাহিদের ছোট ভাই মো. শাহ আলম দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, মোশাহিদ আলম গত মঙ্গলবার সকালে জাউয়াবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তার পরনে সাদা স্টাইফ ফুল হাতা শার্ট ও লুঙ্গি ছিল।