জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধান-চাল সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির। এ সময় ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা শাহিনুর রেজা, খাদ্য পরিদর্শক আফসর আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার সরকার ৯২০ টাকা মণ দরে ধান ও ১২৪০ টাকা মণ দরে সিদ্ধ চাল ক্রয় করছে। যা খোলা বাজারে ৫৫০ টাকা মণ দরে ধান ও ৮৮০ টাকা মণ দরে চাল বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা শাহিনুর রেজা জানান, এবার শতভাগ স্বচ্ছতার মধ্যে দিয়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান-চাল ক্রয় করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রকার মধ্যস্বত্ত্বভোগীদের কাছ থেকে ধান-চাল ক্রয় করা হবে না।
জগন্নাথপুর খাদ্যগুদামে ধান বিক্রি করতে আসা পৌর এলাকার ছিক্কা গ্রামের আসাদ উদ্দিন জানান, খাদ্যগুদামে আমি ৭৫ মণ ধান বিক্রি করেছি। এবার বেশি মূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে পারায় আমি অনেক খুশি। তাঁর মতো আরো অনেক কৃষক এভাবেই তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।