স্টাফ রিপোর্টার ::
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট রাগিব-রাবেয়া হাসপাতালে ভর্তি হয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বুরহান উদ্দিন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সোমবার রাতে সিলেটে রেফার করা হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলেন। এসময় একটি বেপরোয়া বাস তাঁর মোটর সাইকেলকে আঘাত করলে পড়ে যান অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে বলে সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন। সদর হাসপাতালের ডাক্তারদের পরামর্শে তাকে দ্রুত সিলেট রাগিব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিনের জন্য দোয়া চেয়েছেন।