প্রথম আলো বন্ধুসভা’র উদ্যোগে রোববার বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বন্ধুসভার সদস্যরা দু’টি দলে ভাগ হয়ে এই খেলায় অংশ নেন।
খেলা শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন আইনজীবী অলক ঘোষ চৌধুরী, টিআইবি’র আঞ্চলিক ব্যবস্থাপক বিন্দু রিছিল, প্রথম আলো’র সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আকরাম উদ্দিন, অ্যাড. এ আর জুয়েল, বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সামির পল্লব।
খেলায় অংশ নেন রঞ্জিত কুমার দে, প্রদীপ পাল, শাহজাহান আলম সিদ্দিকী, কনক চক্রবর্তী, অমিত বর্মণ, কামরুল, সাহেদ, সাইফ উদ্দিন, সুমন, আব্দুল্লাহ, মিজান, জুয়েল, সেলিম, তুহিন, আনোয়ার, তুষার, আক্তার, শফিকুল ইসলাম, সাহাব উদ্দিন, রুবেল পাল, সোহাগ, শাহরিয়ার, মোতাহার হোসেন সানি, আসাদুজ্জামান প্রিয়ন, রিসাত আল আজাদ বাঁধন, মাহফুজ, ফাহমিদ, শরীফ, আবু সাইফ খান, জাকারিয়া, দিপু, শাহজাহান প্রমুখ। খেলা পরিচালনা করেন মুবিন আহমদ। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সংবাদ বিজ্ঞপ্তি