স্টাফ রিপোর্টার ::
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার দিবাগত রাতে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। ‘সৌভাগ্যের রজনী’ খ্যাত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও নফল নামাজ আদায়ের মধ্যে মশগুল ছিলেন। এছাড়া মহিমান্বিত এই রাতে মহান আল্লাহর বিশেষ করুণালাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসুল্লিরা।
শবে বরাত উপলক্ষে সুনামগঞ্জের প্রতিটি মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ছিল। মসজিদে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব বর্ণনা করে আলোচনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি, অগ্রগতি কামনা করা হয়।
অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। দিবসটি উপলক্ষে অনেকের ঘরেই সামর্থ্য অনুযায়ী ভালো খাবার, মুখরোচক হালুয়া, রুটি, পায়েস তৈরি হয়। এসব খাবার আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীদের মধ্যে বিলি করা হয়।