ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। এ উপলক্ষে সোমবার দুপুরে খরিদিচর মাদ্রাসা মাঠে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, বিএনপি নেতা এমরাজ তালুকদার, চরমহল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন, সৈয়দ মুনসিফ আলীর ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম, খোয়াজ আলী মেম্বার, তফজ্জুল আলী মেম্বার, ইউপি সদস্য নুরুজ্জামান, হাজী আব্দুস ছোবহান, হাজী নুর উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল আহমদ, যুবদল নেতা আবুল লেইছ, ফরিদ উদ্দিন, রিংকু দে প্রমুখ।
এ সময় উপজেলার দক্ষিণ খুরমা ও চরমহল্লা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১শ’ ১২টি পরিবারের মধ্যে ২শ’ ২৪ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
এর আগে ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্র সংস্কারের জন্যে ১০বান্ডিল ঢেউটিন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সফিকুল ইসলাম ও এএসআই কামরুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি