শাল্লা প্রতিনিধি ::
শাল্লা উপজেলার ৪ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। ভোটগ্রহণের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। নির্বাচনী হাওয়ায় সরগরম উপজেলার ৪টি ইউনিয়ন। এদিকে প্রার্থীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে নির্ঘুম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নই দেখা গেছে দলীয় প্রতীকপ্রাপ্তদের চেয়ে কোনভাবেই জনপ্রিয়তায় কম নন বিদ্রোহী প্রার্থীরা। কোনো কোনো ইউনিয়নে বিদ্রোহীদের গুণগানে পঞ্চমুখ সাধারণ ভোটাররা। আবার দলীয় প্রতীকপ্রাপ্তদেরও জনপ্রিয়তাও তুঙ্গে রয়েছে। এক্ষেত্রে উপজেলার প্রতিটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা।
শাল্লা উপজেলায় ৪টি ইউনিয়নে আ.লীগের ১১জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে ৭জন আটগাঁও ইউপিতে, ২জন শাল্লায়, ১জন সদর ইউনিয়ন বাহাড়ায় ও ১ জন হবিবপুর ইউপিতে। বিদ্রোহীদের মধ্যে ১নং আটগাঁও ইউপি’র খুর্শেদ মিয়া, ২নং হবিবপুর ইউপি’র সুবল চন্দ্র দাস, ৩নং বাহাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নরেশ চন্দ্র চৌধুরী ও ৪নং শাল্লা ইউপি’র জামাল চৌধুরী ফুল মিয়া’র ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে জানিয়েছেন তাঁদের কর্মী ও সমর্থকরা।
বিদ্রেুাহী প্রার্থীরাও জানিয়েছেন, জনমত তাঁদের পক্ষেই রয়েছে। তাঁরা জয়লাভে শতভাগ বিশ্বাসী।
অন্যদিকে আ.লীগের দলীয় প্রতীকপ্রাপ্ত ১নং আটগাঁও ইউপির আবুল কাশেম আজাদ, ২নং হবিবপুর ইউপির বিবেকানন্দ মজুমদার বকুল, ৩নং বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান নরেশ চন্দ্র চৌধুরী ও ৪নং শাল্লা ইউপির আব্দুস ছত্তার মিয়ার সাথে কথা হলে তাঁরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা একযোগে কাজ করে যাব। জয় আমাদের সুনিশ্চিত।
তবে উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা হেকমত আলী, যোগেশ চন্দ্র দাশ, ইউসুফ আলী, নূর মিয়া, পান্ডব চন্দ্র দাস, মাওলানা আশিকুর রহমানসহ আরো কয়েকজন বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সাথে আলাপ করে জানা যায়, দলীয় ও বিদ্রোহীদের ভোটব্যাংক প্রায় সমানে সমান। তাঁরা সবাই এলাকায় জনপ্রিয়। এক্ষেত্রে দলীয় ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ মুহূর্তে কে বিজয় অর্জন করবেন তা বলা মুশকিল।
আ.লীগ সমর্থক অমলেন্দু সরকার, জাকির হোসেন তালুকদার, ফখরুল ইসলাম, মতি মিয়া, রথিন্দ্র চন্দ্র সরকারসহ আরো কয়েকজন বলেন, নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।