জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলা সদরে মাছ বাজার ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মাছ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. মকসুদ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবাদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, মো. হাসান আলী, খলিলুর রহমান, আবুল কালাম, আমিরুল ইসলাম, বদরুল, ইকবাল, শওকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, একযুগ পূর্ব থেকে জামালগঞ্জ মাছবাজার প্রতিষ্ঠা হলেও ব্যবসায়ীরা মাছ ও সবজি নিয়ে বিচ্ছিন্নভাবে খোলা আকাশের নিচে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীরা আর্থিক অনটনের কারণে বাজারের উন্নয়নে এগিয়ে আসতে পারছেন না। এ ব্যাপারে বাজারের উন্নয়নে গৃহনির্মাণ ও জায়গা চিহ্নিতকরণের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও উপজেলা পরিষদসহ এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের দৃষ্টি আকর্ষণ করেন নেতৃবৃন্দ।