বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদ আগামী ২৫ মে নজরুল জয়ন্তী পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল সোমবার এক বর্ধিত সভা পৌরবিপণিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শৈলেন সরকারের সভাপতিত্বে ও শেখ ফয়সল আহমদের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে উক্ত অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত নজরুল জয়ন্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ও কলামিস্ট ইকবাল কাগজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও কলামিস্ট কুমার সৌরভ এবং প্রভাষক এনামুল কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা সংসদের সভাপতি মো. রইসুজ্জামান।
উক্ত অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে জেলা সংসদ, কলেজ সংসদ, শহর সংসদ, পৌর কলেজ সংসদ এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সংসদসহ সর্বস্তরের নেতাকর্মী ও কুইজ প্রতিযোগীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি