স্টাফ রিপোর্টার ::
দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। শনিবার দুপুরের পরই এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাব সুনামগঞ্জেও টের পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। সঙ্গে বয়ে যায় দমকা বাতাস।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি বিপদসীমার ৭.৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে শনিবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েন শহরবাসী। শহরের বিভিন্ন এলাকায় সড়কের গর্তগুলোতে পানি জমে যায়। যানবাহন চলাচলও অন্যদিনের তুলনায় কমে যায়।
টানা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন শ্রমজীবী মানুষরা। বৃষ্টিতে অনেকেই কাজে যোগ দিতে পারেন নি। ঘূর্ণিঝড়েরর আঘাতের গতি না কমা পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলা প্রশাসনের পক্ষ থেকেও উপজেলায় পর্যায়ে নজরদারি করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, সুরমা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে ভারতের চেরাপুঞ্জিতে এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে। রোববার বুঝা যাবে সুনামগঞ্জে বন্যার সম্ভাবনা আছে কি-না।