বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলার ৫ ইউনিয়নের ২৪ চেয়ারম্যান প্রার্থী, ৬৬ মহিলা সদস্য এবং ২১৯ সাধারণ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন।
শনিবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আচরণবিধি লঙ্ঘন না করতে প্রার্থীদের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তালুত, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. বেলাল হোসেন, ওসি সহিদুর রহমান প্রমুখ।