স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম প্রভাবশালী ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ছাত্রলীগের প্রভাবশালী এ ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন সুনামগঞ্জের ২ নেতা। কমিটিতে সহ-সভাপতি পদে শাল্লা উপজেলার মিহির দাস ও সাংগঠনিক সম্পাদক পদে ছাতক উপজেলার মাহবুব হাসান বকুল স্থান পেয়েছেন।
সুনামকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন।