বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে ইউনিএইডের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউনিএইডের সুনামগঞ্জ শাখার পরিচালক উদ্দীপন শুভ্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর শেষ বর্ষের ছাত্র সৈকত তারেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংকুর ভট্টাচার্য, ইউনিএইডের পরিচালক সালেক আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান, খায়রুল আমিন, শাহ সুলতান রাসেল প্রমুখ।
সেমিনারে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিভিন্ন বিষয়ে ধারণা ও পরামর্শ দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি