বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে পুকুরের পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পলাশ ইউনিয়নের রাজঘাট গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের অলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাড়ি পার্শ্ববর্তী পুকুরে গিয়ে ডুবে যায় রাকিবুল। অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় পুকুরে তাকে পুকুরে পাওয়া যায়। পরে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।