তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এ বছর খাদ্য মন্ত্রণালয় তাহিরপুরে ২৩৯৮ মেট্রিক টন ধান ক্রয়ের নির্দেশনা দিয়েছেন। যা অতীতের তুলনায় সর্বোচ্চ এবং ২৩ টাকা কেজি মূল্যে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান খাদ্য গুদামে জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে কৃষককে কৃষি কার্ডের মাধ্যমে ১০ টাকা জমাদানে তাঁর নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে ধানের মূল্য পরিশোধ করা হবে। উল্লেখ্য কৃষকদের তালিকা প্রেরণ করবে উপজেলা কৃষি অফিস। আগামী ৫ জুন পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে।
এ সময় কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুছ ছালাম, সাংবাদিক আমিনুল ইসলাম, রমেন্দ্র নারায়ণ বৈশাখ, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা গোলাম আউলিয়া প্রমুখ।