তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে শিশুর পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে ৮০০ শিশুকে হার্ট সেশনের পুষ্টি খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপি-এর উদ্যোগে উপজেলার বালিজুরি, বাদাঘাট ও তাহিরপুর সদর ইউনিয়নে ৪০০ শিশুকে পুনরায় পুষ্টি প্রোগ্রামের আওতায় আনার জন্য ৪০টি গ্রামের ৪০টি স্বাস্থ্য কমিটির সাথে মতবিনিময় সভা করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এডিপি প্রোগ্রাম অফিসার স্টিফ তাপস চিসিম, টিম লিডার জয়ন্ত এম সরকার প্রমুখ।