মো. আমিনুল ইসলাম ::
জেলা শহরের প্রধান প্রধান সড়কসমূহে বেপরোয়া গতি নিয়ে ছুটেচলা অবৈধ মোটরসাইকেল আটকে এবার বিশেষ অভিযানে নেমেছে ট্রাফিক-পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে ২৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। সদর ট্রাফিক-পুলিশের আওতাধীন এলাকাসমূহে পরিচালিত হচ্ছে একাধিক চেকপোস্ট। অবৈধ মোটরসাইকেল চালকদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন সদর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারী অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে পরিচালিত এ বিশেষ অভিযানের ব্যাপারে ট্রাফিক-পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশনা রয়েছে বলে জানাগেছে।
এ অভিযানটি শুরু হয় গত ১৪ মে শনিবার থেকে। এ পর্যন্ত সদর ট্রাফিক ছাড়াও জেলার বিভিন্ন থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করছে।
গত ১৪মে থেকে ১৬মে পর্যন্ত সময়ে শহরের ষোলঘর পয়েন্ট, ওয়েজখালি পয়েন্ট, আব্দুজ জহুর সেতু এলাকা ও মল্লিকপুর এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে সদর ট্রাফিক। আর গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে আটক করা হয় আরো ৮টি মোটরসাইকেল। পাশাপাশি প্রচলিত আইন ভঙ্গ করার দায়ে আরো ২০টি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, চলতি মাসের ১২তারিখে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে সদর ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনার পর থেকে শুরু হয় সদর ট্রাফিকের বিশেষ অভিযান।
সদর ট্রাফিকের সার্জেন্ট মো. সালাউদ্দিন কাজল জানান, যারা আইন অমান্য করে অবৈধ মোটরযান শহরের গুরুত্বপূর্ণ সড়কে চালাচ্ছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে যানবাহনের রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে। তাছাড়া অবশ্যই আইন মেনে সড়কে যানবাহন চালাতে হবে। তিনি বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আমরা রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছি। আমরা সদর ট্রাফিক-পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করছি। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালকদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। আমরা গত ১৪ মে থেকে মঙ্গলবার পর্যন্ত সময়ে ২৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও আইন অমান্য করায় আরো ২০টি মামলা দায়ের করা হয়েছে।