দিরাই প্রতিনিধি ::
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ বলেছেন, হাওরপাড়ের শিক্ষার্থীর মাঝে প্রতিভা আছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেলেই নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তিনি বলেন, তোমাদের বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। যে স্বপ্ন তোমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পথ উপহার দেয়। তোমরা আসলেই ভাগ্যবান। এখন আগের তুলনায় সকল বিদ্যালয়ের অবকাঠামো অনেক উন্নত। তোমরা সুন্দর পরিবেশে লেখাপড়া করছ। সাইকেলের চাকা যেমনভাবে সামনের দিকে এগিয়ে যায় তোমাদের শিক্ষার চাকাও সামনের দিকে এগিয়ে যাবে-এ আমার বিশ্বাস।
গতকাল বুধবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে অবস্থিত আরসি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ সব কথা বলেন।
দিরাই উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিতোষ ভট্টাচার্যের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ইউএনডিপি’র সুনামগঞ্জ প্রতিনিধি জিল্লুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রানু চন্দ্র ভৌমিক, সদস্য জগদীশ সামন্ত, বিধান রায়, শ্যামারচর দাখিল মাদ্রাসার সুপার কেএস সুলতান আহমদ, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার।
উপস্থিত ছিলেন শিক্ষক সমীর মোহন দাস, আব্দুন নূর, সেবক দাস, সুরমা আক্তার, স্বপ্না রানী দাস, তৈয়বুর রহমান, তোফাজ্জুল হোসেন প্রমুখ।