তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বজ্রপাতের শব্দ শুনে ফারুক মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় দক্ষিণ (বাওয়াইল্যাহাটি) গ্রামের মজলিশ মিয়ার ছেলে।
নিহত ফারুকের স্বজনরা জানান, সোমবার ভোরে বজ্রপাতের শব্দ শুনে নিজ বসতঘরেই ফারুকের মৃত্যু হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের শব্দ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফারুকের মৃত্যু হয়েছে।