1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দলিল লেখকদের ওপর হামলার প্রতিবাদে সভা

  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০১৬

স্টাফ রিপোর্টার ::
সিলেট জেলা সদর সাবরেজিস্ট্রারি অফিসের দলিল লেখকদের ওপর ভাসমান হকারদের হামলার প্রতিবাদে সভা করেছে সুনামগঞ্জ জেলা দলিল লিখক সমিতি।
রোববার সকালে সমিতির জেলা কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হাজী মো. নেজামুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মো. আব্দুল মজিদ, প্রদীপ পাল নিতাই, শহীদ সরওয়ার চৌধুরী, মো. আব্দুর রশিদ, মো. সৈয়দ আলী, মো. মর্তুজ আলী, মো. মহসিন, সারোয়ার হোসেন, সিকন্দর আলী প্রমুখ।
বক্তাগণ সিলেটে দলিল লেখকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য সারাদেশজুড়ে কলম বিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালেহ আহমদ চৌধুরী, শিব্বির আহমদ, সফিকুর রহমান, আব্দুর রকিব, আনোয়ারুল বারী, আবু বকর, মো. ফখরুল ইসলাম, নাজমুল হক প্রমুখ।
এদিকে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার দলিল লিখক সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লিখকদের ওপর ভ্রাম্যমাণ হকারদের হামলার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারস্থ সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি মো. কটু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. নুর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলার দলিল লিখক সমিতির সিনিয়র সহ-সভাপতি রিপন কুমার তালুকদার, কোষাধ্যক্ষ আবুল লেইছ, সমিতির সদস্য জয়নাল আবেদীন, নেছার উদ্দিন, আবিদ উদ্দিন, আজিম খাঁন, নির্মল কুমার দাস, শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক আব্দুল কাদির জিলানী, সাংগঠনিক স¤পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী শাহজাহান মিয়া, দলিল লিখক সমিতির সহযোগী নৃপেশ তালুকদার রানু, মনির মিয়া, জাহেদ মিয়া সহ প্রমুখ। বক্তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জগন্নাথপুর উপজেলার দলিল লিখক সমিতির উদ্যোগে সাব-রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে রোববার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি গয়াস উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আফাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সদস্য হাসির আলী, আব্দুল বাসিত, সত্যজিৎ সেন, আকমল হোসেন প্রমুখ।
ছাতকে দলিল লিখক সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাতক দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাদেক আহমদ, প্রচার সম্পাদক মুহিবুল হক, অর্থ সম্পাদক বাকী বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রণজিত চৌধুরী, খুরশেদ মিয়া, আব্দুল আউয়াল, মাহমুদুল হাসান, লায়েক মিয়া, তালেব আলী, আব্দুল হক, রঞ্জন কুমার দাস, জয়নাল আবেদীন, আশরাফুল ইসলাম, সুনীল দাস, শফিকুল হক তালুকদার, ফয়ছল আহমদ, ওয়াছির আলী, আব্দুল কাইয়ূম, রমাকান্ত দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com